মৃত্যুর প্রস্তুতি নিয়েছেন তো ...?

 


এই দুনিয়ার চাকচিক্য, এই লোভের ফাঁদ... আমরা কতই না মোহে ডুবে আছি। কিন্তু একবার ভেবেছি কি, এই সবই তো ক্ষণস্থায়ী। আজ আমরা যার পেছনে ছুটছি, কাল সে আমাদের ছেড়ে চলে যাবে।"

আল্লাহ তাআলা কুরআনে বলেছেন:

  كُلُّ نَفۡسٍ ذَآئِقَۃُ الۡمَوۡتِ ؕ وَ اِنَّمَا تُوَفَّوۡنَ اُجُوۡرَكُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ فَمَنۡ زُحۡزِحَ عَنِ النَّارِ وَ اُدۡخِلَ الۡجَنَّۃَ فَقَدۡ فَازَ ؕ 

প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর ‘অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলতা পাবে।

مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۱۸۵﴾ 

**'আর এই দুনিয়ার জীবন তো ছলনা ছাড়া কিছুই নয়।'** (সুরা আল-ইমরান, আয়াত ১৮৫)  


মৃত্যু... সে তো আসবেই। যখন সময় আসবে বিন্দু পরিমান বিলম্ব হবে না।

وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ}

প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে, তখন তারা না এক মুহুর্ত পিছে যেতে পারবে, আর না এগিয়ে আসতে পারবে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:  

**'তোমরা মৃত্যুকে স্মরণ কর, কারণ তা মানুষের হৃদয় থেকে দুনিয়ার মোহ দূর করে দেয়।'** (ইবনে মাজাহ)  

কোনো সতর্কবার্তা ছাড়াই, কোনো অপেক্ষা ছাড়াই। যখন তার সময় আসবে, তখন সে আমাদের ডেকে নেবে। আর তখন... এই দুনিয়ার সব সম্পদ, সব লোভ, সব মোহ... সবই অর্থহীন হয়ে যাবে।"  

আল্লাহ তাআলা বলেছেন: كُلُّ نَفۡسٍۭ بِمَا كَسَبَتۡ رَهِیۡنَۃٌ ﴿ۙ۳۸﴾।'*প্রত্যেকের কৃতকর্ম তার সাথেই লেগে থাকবে।* (সুরা আল-মুদ্দাসসির, আয়াত ৩৮)  

আমরা কি প্রস্তুত? আমরা কি আমাদের আমল নিয়ে চিন্তা করেছি? আমরা কি আমাদের আখেরাতের জন্য প্রস্তুতি নিয়েছি?"  

"আখেরাত... সেখানে কোনো ফিরে আসা নেই। সেখানে শুধুই চিরস্থায়ী জীবন। আল্লাহ তাআলা বলেছেন:

وَ مَا هٰذِهِ الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا لَهۡوٌ وَّ لَعِبٌ ؕ وَ اِنَّ الدَّارَ الۡاٰخِرَۃَ لَهِیَ الۡحَیَوَانُ ۘ لَوۡ كَانُوۡا یَعۡلَمُوۡنَ ﴿۶۴﴾

**'আর এই দুনিয়ার জীবন তো কেবলমাত্র খেলাধুলা ও আমোদ-প্রমোদ ছাড়া আর কিছুই নয়। আর নিশ্চয়ই আখেরাতের আবাসই হল প্রকৃত জীবন, যদি তারা জানত!'** (সুরা আল-আনকাবুত, আয়াত ৬৪)

হয় জান্নাতের সুখ, নয়তো জাহান্নামের যন্ত্রণা। আমরা কোন পথ বেছে নিচ্ছি?" সে সিদ্ধান্ত আমাদেরই বেছে নিতে হবে।


"এখনই সময়... এখনই সময় আল্লাহর দিকে ফিরে আসার। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:  

اغتنم خمسا قبل خمس : حياتك قبل موتك ، وصحتك قبل سقمك ، وفراغك قبل شغلك ، وشبابك قبل هرمك ، وغناك قبل فقرك "

**'তোমরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে মূল্যবান মনে করো: যৌবনকে বার্ধক্যের আগে, সুস্থতাকে অসুস্থতার আগে, সম্পদকে দারিদ্র্যের আগে, অবসরকে ব্যস্ততার আগে এবং জীবনকে মৃত্যুর আগে।'** (হাদীস)  

এখনই সময় এই দুনিয়ার লোভ থেকে মুক্ত হওয়ার। এখনই সময় আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার.

আল্লাহ তাআলা বলেছেন: بَلٰی ٭ مَنۡ اَسۡلَمَ وَجۡهَهٗ لِلّٰهِ وَ هُوَ مُحۡسِنٌ فَلَهٗۤ اَجۡرُهٗ عِنۡدَ رَبِّهٖ ۪ وَ لَا خَوۡفٌ عَلَیۡهِمۡ وَ لَا هُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۱۱۲﴾

**'আর যে কেউ আল্লাহর সামনে আত্মসমর্পণ করে এবং সে সৎকর্মপরায়ণ হয়, তার জন্য তার প্রতিপালকের নিকট রয়েছে তার পুরস্কার। আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।'** (সুরা আল-বাকারা, আয়াত ১১২)" 

"আসুন, আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি। এই দুনিয়ার লোভ থেকে মুক্ত হই। আখেরাতের জন্য প্রস্তুতি নিই।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ