মামুনুল হককে চর দেওয়া প্রসঙ্গে কিছু তিক্ত বাস্তবতা



 Md. Saidur Rahman



প্রথমত রাসূল সা. চেহারায় আঘাত করতে নিষেধ করেছেন। দ্বিতীয়ত জনসমক্ষে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে চড় মারার নজীর দুনিয়াতে বোধহয় এই প্রথম। এটা তিনি মারাত্মক অপরাধ করেছেন। তাছাড়া মামুনুল হক সাহেব এখন ওয়ার্ল্ড ওয়াইড ব্যক্তিত্ব। এটি ইসলামের শিক্ষা না। রাসূলের গোটা জীবনে কখনো হাত তোলা তো দূরের কথা মুখ দিয়েও কটু কথা বলেননি সাহাবাদের (রাযিয়াল্লাহু আনহুম)


মুহাব্বাত কোথায় ছিল যখন তিনি কারাগারে ছিলেন? ভালো করে দেখবেন শায়খুল হাদীস সাহেব কতটা বিব্রতবোধ করেসেন! লজ্জায় দৃশ্য টি আমি একবারের বেশি দেখিনি।


এসব নিয়ে আলোচনা সমালোচনা দরকার। নয়তো কে কখন জনসমক্ষে চড় মেরে ক্রোধ নিবারন করবে আল্লাহ মালুম। একটা ট্রেন্ড শুরু হয়ে যাবে। দেখা যাবে প্রতিদিন কেউ না কেউ আরেকজনকে চড় মেরেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ